Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities


                                                                                                                                                                                        

সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) মন্ত্রণালয়ের নির্দেশে স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বিভিন্ন অবকাঠামো নির্মাণ, সম্প্রসারণ, উন্নীত করণ সহ বিদ্যমান অবকাঠামো মেরামত ও সংস্কার কাজে গুরুপ্তপূর্ণ ভুমিকা পালন করেছেন। বিশেষ করে কোভিড-১৯ এর মহামারী কালীন সকল স্বাস্থ্য স্থাপনার সেবা উপযোগী রাখার পাশাপাশি নতুন করে আইসোলেশন সেন্টার, আইসিও ইউনিট রিনোভেশন, কোভিড টেস্ট উপযোগী করোনার স্যাম্পল কালেকশন বুথ নির্মাণ, ফাইজার টিকা সংরক্ষণের জন্য শীতাতাপ নিয়ন্ত্রণ বিশিষ্ঠ কক্ষ রিনোভেশণ করে সংকটকালীন সেবা প্রদানে বিশেষ ভুমিকা পালন করেছেন। তাছাড়া জড়াজীর্ণ বিভিন্ন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবন পুনঃনির্মাণ, ড্রাইভার কাম গ্যারেজ ও বৈদ্যুতিক সাব-স্টেশন নির্মাণ কাজ স্বচ্ছতার সাথে করা হয়েছে। জড়াজীর্ণ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রিনোভেশন করে স্বাস্থ্য সেবার কাজ বিস্তর বৃদ্ধি করা হচ্ছে। একইভাবে তাহিরপুর,ছাতক ও ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর রিনোভেশন কাজ চলমান রয়েছে। সেবা প্রদানে অনুপযোগী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ইউনিয়ন সাব-সেন্টার পুনঃনির্মাণ সহ নতুন ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। সেবা বৃদ্ধির লক্ষ্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র মান উন্নীত করণ কাজ দক্ষতার সাথে করা হয়েছে।

ভারত সরকারের অর্থায়নে নির্মিত ৩৬ টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ প্রকপ্লের ৬টি সুনামগঞ্জ জেলায় বাস্তবায়ন করেছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। যা সাবেক মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও ভারত সরকার প্রধান নরেন্দ্র মোদী যৌথভাবে অনলাইনে শুভ উদ্বোধন করেন। কমিউনিটি ক্লিনিক নির্মাণ, পুনঃনির্মাণ কাজ সুষ্ঠভাবে অত্র অধিদপ্তর বাস্তবায়ন করে যাচ্ছে। ফলে স্বাস্থ্য সেবা জনগনের দোড়গোড়ায় পৌছে গেছে।

সুনামগঞ্জ জেলায় ট্রমা সেন্টার  নির্মাণ অত্র অধিদপ্তরের একক ও অনন্য অর্জন। ফলে স্বাস্থ্য সেবা আরো সুষ্ঠভাবে বাস্তবায়িত হবে।

এক কথায় বলতে গেলে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অবকাঠামোগত উন্নয়নে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) এর অর্জন অপরিসীম।